May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ছবি অনলাইন থেকে সংগ্রহ

একুশে বইমেলার সপ্তমদিনেও এসেছে নতুন বই

ডেস্ক: অমর একুশে বইমেলার সপ্তমদিনে নতুন বই এসেছে ১০৮টি। মেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সপ্তমদিনে আসা ১০৮ নতুন বইয়ের মধ্যে কবিতার বই ৩১টি, উপন্যাস ১৬টি, গল্প ১৩টি, প্রবন্ধ দুটি, গবেষণা দুটি, শিশুসাহিত্য দুটি, জীবনী পাঁচটি, ভ্রমণবিষয়ক একটি, ইতিহাস বিষয়ক একটি, রাজনীতি একটি, স্বাস্থ্যবিষয়ক একটি, অনুবাদ দুটি, মুক্তিযুদ্ধবিষয়ক তিনটি, বিজ্ঞানবিষয়ক তিনটি, সায়েন্স ফিকশন একটি ও অন্যান্য ১৩টি বই রয়েছে।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ। এতে ‘মাহবুব তালুকদার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গাজী রহমান। ‘আলী ইমাম’ শীর্ষক আহমাদ মাযহার লিখিত প্রবন্ধ তার অনুপস্থিতিতে পাঠ করেন মোকারম হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন ড. নিমাই মÐল, আমীরুল ইসলাম এবং ওমর কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদুর রেজা সাগর।

আর সাতদিনে নতুন বই এসেছে ৫৩৫টি। মেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই।

Print Friendly, PDF & Email