April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পটুয়াখালীতে তিন লক্ষ পরিবার পাচ্ছে সল্প ও সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা

জহিরুল ইসলাম,পটুয়াখালীঃ পটুয়াখালীতে চলছে সরকারি কয়েকটি কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে খাদ্য বিক্রি। এতে প্রায় তিন লক্ষ পরিবার সল্প ও সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা পাবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

তিনি বলেন, জেলায় বানিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রান্তিক জনগোষ্ঠীর নিকট সাশ্রয়ী মূল্যে এক লক্ষ ১১ হাজার ৩১০টি পরিবারকে পণ্য বিক্রি করা হবে। এতে করে একটি পরিবার ৪৬০টাকার প্যাকেজ পাবে মাত্র ২৮০ টাকা।

এছাড়াও খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা করে ৩০ কেজি চাল পাবে এক লক্ষ ১৮ হাজার ৮৪০টি পরিবার। এদিকে টিসিবির উপকার ভোগীরাও মাসে দুবার ১৫ টাকা করে ৫কেজি চাল ক্রয় করতে পারবেন।

জেলা প্রশাসক আরও বলেন, সকল কর্মসূচি জেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত হবে। কোথায় কোন অনিয়ম ও দুর্নীতি বা অসঙ্গতি দেখা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এসময় জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email