May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আজ প্রকৌশলী মাহতাবউদ্দিন আহমেদের প্রয়াণ দিবস

ডেস্ক : প্রকৌশলী মাহতাবউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।

মাহতাব উদ্দিন আহমেদ তার দীর্ঘ কর্মজীবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড ও যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিশ্বব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, মাহতাব উদ্দিন আহমেদ ১৯৪০ সালে সিলেটের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলবী ওয়াজিব উল্লাহ অবিভক্ত ভারতের আসামে বন কর্মকর্তা ছিলেন।

তাঁর পুত্র অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত আছেন আর তাঁর কন্যা সিজানা মাহতাব একজন ব্যাংকার।

Print Friendly, PDF & Email