April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রক্তধারা‘৭১

ডেস্ক: শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রক্তধারা ‘৭১ (মুক্তিযুদ্ধে শহীদদের উত্তরসূরি) কেন্দ্রীয় কমিটি।

মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ সচেতন নগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক নীলচন্দ্র ভৌমীক, অধ্যাপিকা ফাহমিদা খানম, তাহসিন নূর মিত্রিতা, রক্তধারা ‘৭১ সৈয়দপুর শাখার মো. মহসিনুল হক, ডা. শাখওয়াত খোকন ও ইঞ্জি. রাসেদুজ্জামান রাসেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসানসহ প্রমুখ।

রক্তধারা ‘৭১- এর কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক নাদিম কাদির সমাপনী বক্তব্যে সভার সমাপ্তি ঘোষণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রক্তধারার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান তালুকদার।

এ সময় কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও রংপুরের পীরগঞ্জসহ সারা দেশে ধর্ম অবমাননায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শান্তির দাবি জানান বক্তারা।

Print Friendly, PDF & Email