April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

করোনা প্রতিরোধ করার জন্য র‌্যাব-২ এর বহুমুখী কার্যক্রম

ডেস্ক: গত ০৮ মার্চ এ বাংলাদেশে করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে র‌্যাব-২ তাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে করোনা মহামারী প্রতিরোধ করার জন বহুমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দ্রব্যমুল্য স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং থেকে শুরু করে অপ্রোয়জনীয় যানবাহন চলালচল না করার জন্য চেকপোষ্টে যানবাহন চেকিং করা, জন সচেতনামূলক মাইকিং করা ইত্যাদি সবই করে চলেছে।

এবার র‌্যাব-২ ও অভিযাত্রিক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে মহামারী করোনা মোকাবেলায় জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যার ফলে এই দুর্যোগকালে বিপদগ্রস্থ জন সাধারণ ঈদুল ফিতরের প্রাক্কালে কিছু দিনের জন্য হলেও উপকৃত হবেন বলে অধিনায়ক র‌্যাব-২ মহোদয় আশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।

Print Friendly, PDF & Email