April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অবৈধ স্থাপনায় ধর্মীয় জিনিস থাকতে পারে না

ডেস্ক: তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী বুড়িগঙ্গা নদীর পাড়সহ দেশের সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের সমর্থন করে বলেছেন, এসব উচ্ছেদের মধ্যে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা পড়েছে। কোনো অবৈধ স্থাপনায় ধর্মীয় জিনিস থাকতে পারে না। সেখানে কোনো ধরনের ইবাদত হবে না। তাই সেগুলো ভেঙে ফেলা যাবে। ভেঙে ফেলতে কোনো অসুবিধা নেই ।

বুধবার জাতীয় সংসদে অনির্ধিারিত আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্বে ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আমরা এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদে সমর্থন দিচ্ছি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী যদি আমাদের সঙ্গে আলোচনা করেন, সহযোগিত চান তাতেও রাজি আছি। এসব উচ্ছেদে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। প্রতিমন্ত্রী যদি আমাদের ডাকেন আলেম ওলামারা আছেন… অবৈধ জিনিস থাকতে পারে না। এই ফতোয়া আমরা দিচ্ছি এবং দায়দায়িত্ব নিয়েই দিচ্ছি। এই কার্যক্রম যাতে জোরদার হয় প্রয়োজনে আমরা কথা বলি। সমস্ত বুড়িগঙ্গাসহ অবৈধ দখলদারদের কাছ থেকে যেন মুক্ত হয় সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করব।

Print Friendly, PDF & Email