April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দুর্যোগ মোকাবিলায় ঢাকায় আরসিজি সম্মেলন ২৪ জানুয়ারি

ডেস্ক: দুর্যোগ মোকাবিলায় আন্তদেশীয় সমন্বয় জোরদার করতে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী চতুর্থ আরসিজি (রিজওনাল কনসালটেটিভ গ্রুপ) সম্মেলন। আজ বুধবার  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা জানান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী আরো জানান, আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের, রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনামুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় শিখন ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আঞ্চলিক সহায়তা বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে সম্মেলনে। আলোচনা করা হবে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ বিষয়ে।

তিনি আরোও বলেন, সম্মেলনে মোট ২৬টি দেশ অংশগ্রহণ করবে। এছাড়া অংশ নেবে ২৪টি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থার ১২০ জন প্রতিনিধি। উদ্বোধনী ও কারিগরি মিলিয়ে অনুষ্ঠিত হবে ১৮টি সেশন।

উল্লেখ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘের মানবিক সহায়তা ও সমন্বয়কারী সংস্থা ইউএনওসিএইচ-এর উদ্যোগে ২০১৪ সালে রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ (আরসিজি) গঠন করা হয়। সংগঠনটির উদ্দেশ্য ছিল সিভিল মনিটরিং সমেন্বয়ের মাধ্যমে বড় ধরনের দুর্যোগ মোকাবিলা কার্যক্রম বেগবান করা।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলার জন্য একশ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় উন্নত বিশ্বের মতো সক্ষম। বিশ্বে বাংলাদেশ এক্ষেত্রে রোল মডেল।

তিনি আরো বলেন, বর্তমান প্রযুক্তিতে আমরা পাঁচ দিন আগে ঘূর্ণিঝড়ের তথ্য পাই। বন্যার আগাম তথ্য পাওয়া যায় ১৫ দিন আগে। এছাড়া ভূমিকম্পের আগাম তথ্য কিভাবে পাওয়া যাবে সে বিষয়ে কাজ করা হচ্ছে।

মন্ত্রী জানান, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস, ক্রেনের মাধ্যমে বর্তমানে ২২ তলা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। আগামী ছয় মাসের মধ্যে এক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করা হবে।

Print Friendly, PDF & Email