May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির মনোনায়পত্র বাতিল

পটুয়াখালী প্রতিনিধি : সদ্য বিএনপিতে যোগদানকারী সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রণি’র মনোনয়পত্র বাতিল করেছে রির্টানিং কর্মকর্তা। বেলা সাড়ে বারটায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে পটুয়াখালী-৩ আসনের মনোনয়পত্র বাছাই শুরু হয়। এসময় হলফনামায় স্বাক্ষর না থাকায় রনির মনোনয়নপত্র বাতিল করেন রির্টাণিং অফিসার মতিউল ইসলাম চৌধুরী।
সাংবাদিকদের রনি জানান, তিনি ঢাকায় নির্বাচন কমিশনে আবেদন করবেন। তার মনোনয়নপত্র বাতিল হলেও বিএনপির আরেক প্রার্থী হাসান মামুনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। দলের একজন প্রার্থী যেহেতু রযেছে সেহেতু তাকে নিয়েই কাজ করবে তার সমর্থকরা।
এর আগে সকাল সাড়ে নয়টায় পটুয়াখালী-১ ও ২ আসনের মনোনয়নপত্র বাছাই করেন রির্টানিং কর্মকর্তা। পটুয়াখালী-২ আসন থেকে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এর মনোনয়নপত্র গৃহিত হয়েছে। পটুয়াখালী-১ আসনের জাপার মহাসচিব রুহুল আমীন হাওলাদারের মনোনয়নপত্র বাছাই বিকেল চারটায় অনুষ্ঠিত হবে বলে জানান রির্টানিং কর্মকর্তা।
উল্লেখ্য, পটুয়াখালীর চারটি আসনে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
Print Friendly, PDF & Email