April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বীর শহীদদের স্মরণে নোয়াখালীতে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে এ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মো.মাহবুব আলম তালুকদার।

বুধবার (১৮ জুলাই) দুপুর ১২টায় নোয়াখালী জিলা স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা কৃষি অফিসের উপ-পরিচালক ড. মো. আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার, রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা, মো. রোকনুজ্জামন, জিলা স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

নোয়াখালীর ৯টি উপজেলার ১৫ শত ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ৫৯ হাজার বৃক্ষের চারা রোপন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো.মাহবুব আলম তালুকদার বলেন, সকাল ১১টায় পরিবেশ সংরক্ষণে ব্যাপকভাবে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে একযোগে সামাজিক বনায়নের মাধ্যমে নোয়াখালীতে বৃক্ষরোপন অভিযান শুরু হয়।

Print Friendly, PDF & Email