May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রেম-ব্যবসায় ব্যর্থ হয়ে চলে যাচ্ছে, বলছে গুম: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক: কক্সবাজারে পৌর কাউন্সিলর একরাম নিহতের ঘটনায় ফোন রেকর্ডের তদন্ত এখনো চলছে। তদন্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে বলে আবারো আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৭ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে-ডিআরইউ’তে মিট দ্য রিপোর্টার্স’এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো জানান, কারাগারে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকসহ কারা চিকিৎসকরা তার খোঁজখবর রাখছেন।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো গুম হচ্ছে না। প্রেমে ও ব্যবসায় ব্যর্থ হয়ে নানান জন নানান দিকে চলে যাচ্ছে। আমরা তাদের এনে হাজির করছি। কেউ গুম হচ্ছে না।’

ডিআইজি মিজানের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, যে অন্যায় করবে সেই শাস্তি পাবে। ডিআইজি মিজানও তার বাইরে যাবেন না। সময় মতো বিচার করা হবে। যেখানে মাননীয় সংসদ সদস্যরা বাদ যাচ্ছেন না। তাই বলতে চাই কাউকেই ছাড় দেয়া হবে না।’

সিটি করপোরেশ নির্বাচনে গ্রেফতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওয়ারেন্টি ছাড়া নির্বাচনের আগে কাউকে গ্রেফতার করা হবে না। যাদেরকে গ্রেফতার করা হয় বা হবে নিশ্চয় তাদের নামে ওযারেন্ট আছে।’

সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই মামলা বিচারিক আদালতের মাধ্যমে র‍্যাবের কাছে গিয়েছে। যে কোনো সময় র‍্যাব ঘটনাটা জনসম্মুখে তুলে ধরবে।’

Print Friendly, PDF & Email