April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শহীদ কাজী শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক: একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ স্বাধীনতা সংগ্রামী কাজী শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ রবিবার। পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার এই কৃতি সন্তানকে একাত্তর সালের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়। শীর্ষ রাজাকার পাকিস্তান বাহিনীর দোসর মানবতাবিরোধী অপরাধী শর্ষিণার পীর আবু সালেহ’র সহায়তায় পাকিস্তান বাহিনীর ক্যাপ্টেন এজাজ তাঁকে হত্যা করে। তারপর তার মরদেহ নদীতে ফেলে দেয়া হয়।

কাজী শামসুল হক স্বরূপকাঠি থানা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাঙালীর তাবত গণতান্ত্রিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন। একাত্তরের মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের পর গ্রেফতার হন তিনি। কারাভোগ করেন। দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পায়ে জুতো পরবেন না এমন প্রতিজ্ঞা করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত সেখান থেকে সরে আসেননি তিনি।

Print Friendly, PDF & Email