May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাঙামাটির বাঘাইছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি:  রাঙামাটির বাঘাইড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহতরা হলেন সনজিত চাকমা(৩০) অটল চাকমা (৩০) ও স্মৃতি চাকমা(৩৫)।
স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার ভোর চারটার দিকে,উপজেলার করল্যাছড়ি এলাকায় তাদেরকে গুলি করে হত্যা করেছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির মুখ্য সংগঠক মাইকেল চাকমা।তিনি এই হত্যাকান্ডের জন্য ইউপিডিএফ (গনতান্ত্রিক) ও জেএসএস (সংস্কার)কে দায়ী করেছেন।
ইউপিডিএফের মুখ্য সংগঠক মাইকেল চাকমা জানিয়েছেন,সোমবার সকাল ৭ টার দিকে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের করল্যাছড়ি এলাকায় তাদরেকে গুলি করে হত্যা করা হয়েছে। একটি বাসায় অবস্থানরত অবস্থায় তাদরকে উপর গুলি করা হয়।
তবে ইউপিডিএফ প্রচার বিভাগের(গনতান্ত্রিক)এর লিটন চাকমা ও জেএসএস (সংস্কার)এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সুধাকর ত্রিপুরা উভয়ই এ ঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেছেন তারা।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তিনজনকে গুলি করে হত্যার খবর পেয়েছি।এতে কানন চাকমা নামে আরো একজন আহত আছে।

Print Friendly, PDF & Email