May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফরিদপুরে ছেলের মুক্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের কমলাপুর নিবাসী ব্যবসায়ী রফিকুল হুদা পিন্টুর দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রমূলক ভাবে তার একমাত্র ছেলে ফারদিন হুদা মুগ্ধকে মিথ্যা মামলার আসামী করার প্রতিবাদে এবং তার দ্রুত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মুগ্ধ’র মা সিলভিয়া হুদা ওরফে আলো।
সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলানায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সিলভিয়া হুদা আলো।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, আজ থেকে ২০ মাস আগে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর একটি দুর্ঘটনায় আমার স্বামী রফিকুল হুদা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ওই অগ্নিকান্ডের ঘটনায় আমি ও আমাদের একমাত্র ছেলে ফারদিন হুদা মুগ্ধও অগ্নিদগ্ধ হয়ে আহত হই। এ ঘটনায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আমার স্বামীর ভগ্নিপতি আকরামউদ্দিন(গত বছর মারা গেছেন) অতি উৎসাহে বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আমার একমাত্র মেধাবী ছেলে মুগ্ধকে আসামী করা হয়। কিন্তু প্রকৃত সত্য হল ওই দিন মশার কয়েল থেকে লাগা আগুনে আমি, আমার স্বামী এবং আমাদের একমাত্র ছেলে মুগ্ধও আহত হই। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমসহ পুলিশকে আকরামউদ্দিন মিথ্যা তথ্য সরবরাহ করেন যে, নতুন মডেলের মোটরসাইকেল না পেয়ে মুগ্ধ ক্ষুব্ধ হয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তার বাবাকে আহত করে। পরে মারা যায়। তিনি তার প্রতিহিংসা চরিতার্থ করতে একটি সংসার ও একটি পরিবারকে ধ্বংস করার পথ বেছে নিয়েছেন।লিখিত বক্তব্য বলা হয় স্বামীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর আমি ও আমার ছেলে মুগ্ধ রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। মেধাবী মুগ্ধ বিজিবি পরিচালিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ থেকে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিচ্ছিল। এ সময় গত ২৩ মে ঢাকার জিগাতলার বাসা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি আপনারদের মাধ্যমে আমার সন্তানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানাচ্ছি।

Print Friendly, PDF & Email