April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বান্দরবানে মাটিচাপায় নিহত ৪

ডেস্ক: বান্দরবানের ঘুমধুম এলাকায় পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ হতাহতের দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়া এলাকায় পাহাড় কাটছিলেন কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে পাশ থেকে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে তাদের ওপর। এতে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই সোনা মেহের, মো. আবু, নুরুল হাকিম ও জমির উদ্দিন নামের চার শ্রমিকের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এর আগে, গত বছর প্রবল বর্ষণে পাহাড় ধসে মারা যান ১২০ জন। এতে আহত হন দুই শতাধিক মানুষ। এসময় সব হারিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ।

প্রতিবছর বর্ষা মৌসুমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। তবে, বর্ষা মৌসুমকে সামনে রেখে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Print Friendly, PDF & Email