April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফরিদপুরের এক ব্যবসায়ীর জরিমানা

মাহবুব হোসেন পিয়াল,ফরিদপুর থেকে: ফরিদপুরের বোয়ালমারীতে পলিথিন রাখার দায়ে এক ব্যাবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর বাজারে এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
জরিমানা প্রদানকারী ওই ব্যাবসায়ীর নাম উজ্জ্বল শেখ (২৪)। তিনি ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বালিয়াচরা গ্রামের বাসিন্দা।
বোয়লামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, উজ্জ্বল শেখ রূপপাত ইউনিয়নের কালিনগর বাজারে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন বিক্রি করছেন, গোপানে এ খবর পেয়ে গতকাল শনিবার বেলা ১১টার দিকে ওই বাজারে অভিযান চালিয়ে টারশ কেজি পলিথিনসহ তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।দুপুর ২টার দিকে বোয়ালমারী চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬এর ক ধারায় ওই ব্যাবসায়ীকে পাঁচশ টাকা জরিমানা করেন। পরে জব্দ করা পলিথিন পুড়িয়ে ফেলা হয়।

 

Print Friendly, PDF & Email