May 19, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নব নব উত্থান ঘটবে: প্রণব মুখার্জী

প্রথমকথা ডেস্ক:“অবিভক্ত ভারতে বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামে কলমের ঝরনা ধারায় কলকাতায় সাহিত্য-সংস্কৃতির যে রেণেসাঁর সূত্রপাত হয়েছিল কিন্তু ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ঢাকায় ভাষা শহীদদের পুণ্য রক্তধারায় বাংলা সাহিত্য-সংস্কৃতির নতুন পীঠস্থানে পরিণত হয় বাংলাদেশের রাজধানী ঢাকা।”
ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জী তাঁর নয়া দিল্লীর ১০ রাজাজী মার্গের নতুন বাসায় বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও লেখক মোহাম্মদ মুসার (লেখক নাম : মুসা সাদিক) সর্বশেষ উপন্যাস “বিষবৃক্ষের বিষ প্রেম” বইটি শ্রী প্রণব মুখার্জীকে উপহার দিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এ সময় নব প্রজন্ম মুক্তিযোদ্ধা সংগঠনের সভাপতি হাবিব-ই-আকবর তাঁর সঙ্গে ছিলেন। শ্রী মুখার্জী তাঁর লেখা ১৯৯৮ সালের মার্চে প্রকাশিত সর্বশেষ বই The Coalition Years জনাব মুসা ও জনাব হাবিবকে উপহার দেন।
বাঙালীর জাতির জীবনে একুশের বই মেলার ঐতিহাসিক তাৎপর্য বিষয়ে শ্রী প্রণব মুখার্জী বলেন, “ঢাকায় একুশের বই মেলা উপলক্ষে উভয় বাংলার কবি-সাহিত্যকদের লেখা শত-সহস্র বই এর স্ফুরণ ঘটছে, শত শত কবি ও সাহিত্যিকের উন্মেষ হচ্ছে এবং উভয় দেশে লক্ষ কোটি পাঠক সৃষ্টি হচ্ছে।”
ভবিষ্যতে ঢাকায় একুশের বই মেলা উপলক্ষে ঢাকা থেকে তাঁর একটি বই প্রকাশের আন্তরিক ইচ্ছা ব্যক্ত করে তিনি বলেন, “একাত্তরে বিশ্ববাসী দেখেছেন বাঙালী বীরের জাতি এবং বই পিপাসু বাঙালী জাতিকে এখন তারা বিদ্বান জাতি হিসেবে প্্রত্যক্ষ করছেন ।
“শেখ হাসিনার নেতৃত্বের ভূয়ষী প্রশংসা করে তিনি বলেন, “শেখ হাসিনার সৃজনশীল নেতৃত্বে বাঙালী জাতির নব নব উত্থান ঘটছে ও ভবিষ্যতে আরও নব নব উত্থান ঘটবে।”
বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর অপার স্নেহ মমতার জন্য বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার-কর্মচারীদের পক্ষ থেকে মোহাম্মদ মুসা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “ বাংলাদেশের অকৃত্রিম শুভাকাঙ্খী ও প্রিয় অভিভাবক হিসেবে তিনি বাংলাদেশের জনগণের কাছে বরণীয় হয়ে আছেন।” প্রেস বিজ্ঞপ্তী।

Print Friendly, PDF & Email