April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে গৃহবধু নিহত, মায়ের কোলে থাকা শিশু আহত

মো. আসাদুজ্জামান সরদার :সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে ঝর্ণা রাণী ঘোষ (৩২) নামে গৃহবধু নিহত হয়েছেন।

সোমবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী গ্রামে পুকুর থেকে হাঁস আনার সময় পুকুর পাড়ে নারিকেল গাছে বজ্রপাতে এ দূর্ঘটনা ঘটে।

সে উপজেলার উজয়মারী গ্রামের সরজিৎ ঘোষের স্ত্রী ও ২ সন্তানের জননী।

মথুরেশপুর ইউপি চেয়াম্যান মো. মিজানুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। ওই গৃহবধু পুকুর থেকে হাঁস আনার সময় পুকুর পাড়ে নারিকেল গাছে বজ্রপাতে নিহত হয়। এসময় মায়ের কোলে থাকা শিশু শুভজিৎ ঘোষ (২) কোল থেকে ছিটকে পড়ে আহত হয়। তাকে আমার ইউপি সদস্যকে দিয়ে চিকিৎসার জন্য কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আমি ঘটনস্থল পরিদর্শন করেছি। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে শিশুটি আশঙ্খা মুক্ত রয়েছে। বজ্রপাতে গৃহবধুর মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বলেন, বজ্রপাতে গৃহবধু নিহতের বিষয়টি শুনেছি।

Print Friendly, PDF & Email