May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিহত পাইলটের শেষ স্ট্যাটাস-খোদা হাফেজ

ডেস্ক: সোমবার নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলার বিমানটির যাত্রীদের সঙ্গে এর ক্যাপ্টেন পাইলট প্রিথুলা রশিদও নিহত হয়েছেন। তিনি ছিলেন এই এয়ারলাইন্সের প্রথম নারী ক্যাপ্টেন।
ফেসবুকে মোটামুটি সক্রিয় এই পাইলট শেষ স্ট্যাটাসে লিখেছিলেন ‘খোদা হাফেজ’।
ইথিওপিয়া বিমানবন্দরে গত ১৮ জানুয়ারি দেয়া ওই স্ট্যাটাসের পর তিনি আর কোনো স্ট্যাটাস লেখেননি। পূর্ণ স্ট্যাটাসটি ছিল- খোদা হাফেজ ইথিওপিয়া।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বুলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আসার সময় তিনি এ স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি আর কোনো স্ট্যাটাস দেননি।
তবে ফেসবুকে গত মাসের গোড়ার দিকে একটি ছবি পোস্ট করেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি দেওয়া ওই পোস্টে দেখা যায়, তিনি একটি বিড়ালকে কোলে নিয়েছেন। বুঝাই যায়, তিনি এ বিড়ালটি পুষতেন। কারণ ফেসবুকে এ বিষয়ে আরও কয়েকটি পোস্ট ও স্ট্যাটাস রয়েছে।
উল্লেখ, সোমবার ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি বিমান কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।

Print Friendly, PDF & Email