May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টোকিওতে চার বছরের মধ্যে প্রথম ‘ভারী তুষারপাত’র সতর্কতা

ডেস্ক : জাপানের আবহাওয়া সংস্থা সোমবার টোকিওতে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে। চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো নগরীটিতে এই সতর্কতা জারি করা হলো।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৈরী আবহাওয়ার কারণে গণপরিবহনে বিশৃঙ্খলার আশাঙ্কায় আবহাওয়া সংস্থা মানুষকে তাড়াতাড়ি বাড়ি ফেরার অনুরোধ জানিয়েছে।
তুষারপাতের কারণে টোকিওতে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়ে গেছে।
কোন কোন এলাকার ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
জাপানের উত্তরাঞ্চল প্রায়ই পুরু তুষারপাতে ঢেকে থাকলেও টোকিওতে এ ধরনের আবহাওয়া দেখা যায় না বললেই চলে।
আবহাওয়া সংস্থার প্রধান পূর্বাভাসকারী তুমারু মাৎসুমোতো মানুষকে কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে দ্রুত বাড়ি ফেরার অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, ‘টোকিওতে আজ সন্ধ্যায় ভারী তুষারপাত হবে।’
তিনি সতর্ক করে বলেন, ‘তুষারপাতের কারণে সন্ধ্যায় মানুষের বাড়ি ফেরার সময় গণপরিবহনে সংকট সৃষ্টি হতে পারে।’

Print Friendly, PDF & Email