April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নির্যাতনের শিকার পূর্ণিমা শীলকে নিয়োগ দিলেন তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক  : কৈশোরে নির্যাতনের শিকার সিরাজগঞ্জের পূর্ণিমা শীলকে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, দশম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রায় বাকরুদ্ধ হয়েছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার দেলুয়া গ্রামের অনিল কুমার শীলের পরিবারের ওপর ২০০১ সালের নির্বাচন পরবর্তী ৮ অক্টোবর রাতে চালানো বর্বর অত্যাচার-নির্যাতনের এক পর্যায়ে সন্ত্রাসীরা অনিল শীলের ছোট মেয়ে পূর্ণিমা শীলের ওপর নির্যাতন চালায়। ঘটনার পর ঘাতক-দালাল নির্মূল কমিটি পূর্ণিমা শীল ও তার পরিবারকে সাংবাদিকদের সামনে হাজির করলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
বুধবার বিকেলে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাসে বলেন, ‘মনে পড়ে সেই পূর্ণিমাকে? ২০০১-এর ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল ১৪ বছরের মেয়েটি। হ্যাঁ, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথা বলছি। আজ আমি গর্বিত আমি পূর্ণিমাকে আমার পার্সোনাল অফিসার হিসেবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি। জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছো, আলোর জগতে তোমায় স্বাগতম, শুরু হোক নতুন পথচলা। তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।’
এর আগে সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে প্রধানমন্ত্রীর পরামর্শে ও তথ্যমন্ত্রীর সহযোগিতা নিয়ে দেশের উন্নয়নে নিজ দায়িত্ব পালনে অটল থাকবো।’
তারানা বলেন, ‘বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর মাধ্যমে দেশের সঠিক ভাবমূর্তি তুলে ধরা, বিদেশে কর্মরত বাংলাদেশিরা প্রবাসে এবং দেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখছে তা সঠিকভাবে প্রচারের মাধ্যমে প্রবাসীদের সম্মান অক্ষুণœ রাখতে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনাগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসগুলোতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পগুলো, প্রতি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের প্রথম পর্যায়ের ২৬ জেলার কাজ, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মান উন্নয়নের জন্য বাংলাদেশ টেলিভিশন পুরস্কার প্রবর্তন এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহে দু’টি এফএম বেতার স্টেশন স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।

Print Friendly, PDF & Email