May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কোহলিকেই দল থেকে বাদ দিতে বললেন শেবাগ!

ডেস্ক: দেশের বাইরে একটি ম্যাচে ব্যর্থ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে ভারতীয় সমর্থকদের সেই পুরনো রোগ। বিরাট কোহলির সমালোচনা। অ্যালান ডোনাল্ড এবং সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় টেস্টে ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। তিনি সরাসরি আক্রমণ করে বসেছেনন অধিনায়ক বিরাট কোহালিকেই।কেপটাউন টেস্টে হারের পর সিরিজে সমতা আনার লক্ষ্যে দ্বিতীয় টেস্টে লড়াই করছে ভারত। সেঞ্চুরিয়ানর ২২ গজে নামার আগে প্রথম টেস্টের দলে তিনটি পরিবর্তন আনে ভারত। শিখর ধাওয়ানের পরিবর্তে দলে আনা হয়েছে লোকেশ রাহুলকে। প্রথম টেস্টে অন্যতম সফল ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে ঢুকেছেন ইশান্ত শর্মা। বদল হয়েছে উইকেটকিপারও। ঋদ্ধিমানকে সরিয়ে দিয়ে উইকেটের প্রহরী হিসেবে একাদশে এসেছেন পার্থিব প্যাটেল।আর এতেই চটেছেন শেবাগ। ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘একটা টেস্টে রান না পেতেই শিখর ধাওয়ানকে বাদ দিয়েছে কোহালি। কোনো কারণ ছাড়াই দল থেকে বাদ দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকেও। যদি এই টেস্টে কোহালি ভালো খেলতে না পারে তাহলে ওর উচিত জোহানেসবার্গে তৃতীয় টেস্টের দল থেকে নিজেকেই বাদ দেওয়া!’

অন্য দিকে ভুবনেশ্বরকে দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে শেবাগ বলেন, ‘দ্বিতীয় টেস্টে ভুবনেশ্বরকে বাইরে রাখার সিদ্ধান্তটা সঠিক হয়নি। লম্বা হওয়ায় ইশান্ত সামান্য সুবিধা পাবে ঠিকই, তবে কোহলির এই সিদ্ধান্ত ভুবনেশ্বরের আত্মবিশ্বাসে আঘাত হেনেছে। অন্য কোনো বোলারের জায়গায় ইশান্তকে খেলানো যেতে পারত। কেপটাউন টেস্টে ভুবনেশ্বরের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ওকে এই টেস্টে বাইরে রাখা ঠিক হয়নি।’

Print Friendly, PDF & Email