May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এন.সি.বি সন্মেলনে কাজী ছাব্বীর চেয়ারম্যান, ওমর ফারুক জালাল মহাসচিব নির্বাচিত

সোনিয়া পারভীন বন্যাঃ
ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এন.সি.বি) প্রতিনিধি সন্মেলন-২০১৭ গত ১৯ ডিসেম্বর সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব কন্ফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়।সারাদেশ থেকে আসা ৪০ টি জেলা ও মহানগর কমিটির প্রতিনিধিগণ কাউন্সিলর হিসাবে সন্মেলনে অংশগ্রহনের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেন। সন্মেলন উদ্ভোধন করেন আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী, চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। তিনি জেলা প্রতিনিধিদের প্রকাশ্য মতামতের ভিত্তিতে ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) কে চেয়ারম্যান ও ওমর ফারুক জালালকে মহাসচিব নির্বাচিত করা হয়।পরবর্তী সাত দিনের মধ্যে ১০১ সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনসহ যাবতীয় প্রয়োজনীয় ধারা -উপধারা সংযোজন-বিয়োজনের জন্য চেয়ারম্যানকে সর্বময় ক্ষমতা প্রদান করেন উপস্থিত কাউন্সিলরগণ।সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক -এন.সি.বি’র প্রেসিডিয়াম সদস্য মাহফুজা আক্তার বীনা ও সদস্য সচিব জি.এস.এম সেলিম রেজা যৌথভাবে সন্মেলন পরিচালনা করেন।মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কতৃক সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করণ ও টেকসই গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে এইদল নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান পুনরায় নির্বাচিত এন.সি.বি’র চেয়ারম্যান কাজী ছাব্বীর।
প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব শেখ ছালাউদ্দিন (ছালু), চেয়ারম্যান, ন্যাশনাল পিপলস্ পার্টি। প্রধান বক্তা ছিলেন, আলহাজ্ব নবাব আলী হাসান আশকারী, নবাব স্যার সলিমুল্লাহ এর দৌহিত্র, চেয়ারম্যান, ঢাকা মেডিকেল কলেজ ট্রাস্টি বোর্ড। স্বাগত বক্তব্য রাখেন, কাজী মো. ইউসুফ আলী চৌধুরী, সিনিঃ ভাইস প্রেসিডন্ট (এন.সি.বি)।
বিশেষ অতিথি ছিলেন, কাজী মো. মামুনুর রশিদ, জাতিয় পার্টি’র চেয়ারম্যানের উপদেষ্টা।অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, এন.পি.পি’র মহাসচিব আব্দুল হাই মন্ডল; জাগপা এর সভাপতি এ. কে. এম মহিউদ্দিন আহমেদ বাবলু; মোয়াজ্জেম হোসেন খান; পারভীন নাসের খান; আব্দুল হাই সরকার; মহিউদ্দিন আহমেদ; মো.মোজাম্মেল হোসাইন; অধ্যাপক স্বাগতম বড়ুয়া; আবু তাহের চোধুরী। উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. মঈন উদ্দিন ফারুকী; ড. সুভাস পাল; এ্যাড. অনিমা ভট্রাচার্য্য ; বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম; কাজী মো. হাবিবুর প্রমূখ। সভাপতিত্ব করেন, সাবেক ছাত্রনেতা, ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) , প্রেসিডেন্ট (এন.সি.বি)।

Print Friendly, PDF & Email