May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সর্বোচ্ছ ভোটে ক্যাশিয়ার নির্বাচিত হলেন আব্দু সত্তার (মাজু)

ফুয়াদ মোঃ সবুজ, কক্সবাজারঃ কক্সবাজার মহেশখালী কালার মার ছড়া নোনাছড়ি বাজার ব্যবসায়ী ও জমিদার সমিতি কমিটির নির্বাচন প্রতিবারের মতো সুষ্ট ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। এবারও মোট ৬টি পদে, ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

শুক্রবার ১৫ ই ডিসেম্বর ২০১৭ কালার মার ছড়া নোনাছড়ি বাজার ব্যবসায়ী ও জমিদার সমিতি কমিটির নির্বাচন  সম্পর্ন হয়। সভাপতি পদে ৬ জন, সহ-সভাপতি পদে ২ জন, সেক্রেটারি পদে ১ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্যাশিয়ার পদে ৩ জন, সদস্য পদে ৫ জন সহ মোট ১৮ জন প্রার্থী অংশগ্রহন করেছে। তার মাঝে সর্বোচ্ছ ভোটে ক্যাশিয়ার পদে জয় লাভ করেন আব্দু সত্তার (মাজু), সভাপতি পদে মঞ্জুর আলম (সুজন), সহ-সভাপতি পদে দিদারুল ইসলাম (শাহিন), সদস্য পদে সাইফুল ইসলাম (শামুক), মোঃ রাসেল, জামাল হোসাইন (সোনামিয়া), ও দলিলুর রহমান। নির্বাচনের সুষ্টতা ও নিরাপত্তার জন্য একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। পরিচালনা কমিটির দ্বায়িত্বে ছিলেন, মোঃ সেলিম চৌধুরী, মোঃ ফরিদুল আলম ফরিদ, মোঃ রুহুল আমিন, মোঃ মফিজুর রহ গমান, মোঃ আবুল বশর, আব্দুল মাবুদ, ডাঃ তপন পাল, মোঃ উম্মত আলী, মোহাম্মদ আলী, ও মোঃ আব্দুল জলিল, অত্র নির্বাচনে প্রিসাইটিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মোঃ কবির হোসাইন, সিনিয়র শিক্ষক মহেশখালী আইল্যান্ড স্কুল, সেক্রেটারি প্রিসাইটিং অফিসার: রেজাউল কাউছার, সঃ শিঃ বানিয়াকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও আব্দুল আউয়াল, সঃ শিঃ চিকনী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পোলিং এজেন্ট হিসেবে দ্বায়িত্বে ছিলেন: তারেকুল ইসলাম, সঃ শিঃ মহেশখালী আইল্যান্ড স্কুল, জাকের হোসাইন, সঃ শিঃ গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত  কোন ধরনের সমস্যা দেখা যাইনি। নির্বাচনের সম্পুর্ণ নিরাপত্তা কালার মার ছড়া পুলিশ বিড থেকে দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email