April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৭১‘র রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা ইউনুস মোল্লার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ’৭১র রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা ইউনুস মোল্লা মস্তিষ্কের রক্তক্ষরণ হলে চিকিৎসাধীণ অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুও পর তাকে যথাযথ ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহী……অলিল্লাহী……রাজিউন। ইউনুস মোল্লা ভোলাহাট উপজেলার ২নং গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের মৃত কালু মোল্লার ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯বছর, ৪মাস ১৬ দিন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, মুক্তিযোদ্ধা সহকর্মী, বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে পুলিশের একটি চৌকুষদল যথাযথ ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদাণ শেষে মৃতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হাসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম মন্টুসহ তাঁর সহকর্মী মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। তার নামাজে জানাযায় সকলস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঐদিন বাদ মাগরিব গোহালবাড়ী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

 

Print Friendly, PDF & Email