April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জিয়ার সমাধিতে যেতে পারছে না বিএনপি

ডেস্ক : কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে ৭ নভেম্বর মঙ্গলবার সংসদ ভবন এলাকায় জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি করার অনুমতি পায়নি বিএনপি।

সোমবার (৬ নভেম্বর) রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জিজ্ঞাসায় এ কথা জানান।

তিনি কর্মসূচি বাতিলের কথা সরাসরি না বললেও বিএনপির কোনো কর্মসূচি যে থাকছে না, তা অনেকটাই স্পষ্ট।

ফখরুল বলেন, ‘কাল (মঙ্গলবার) আমরা মাজারে যাওয়ার সরকারের কোনো অনুমতি এখন পর্যন্ত পাইনি। আপনারা জানেন যে, সেখানে ১৪৪ দিয়ে দিয়েছে। সেটা ৮ তারিখ রাত ১১টা পর্যন্ত। সেজন্যে এই ব্যাপারটা আমরা এখনও নিশ্চিত নই, আদৌও কিছু হবে কি না। তবে ১৪৪ ধারা শেষ হলে অবশ্যই আমরা কর্মসূচি করব।’

তিনি একইসঙ্গে বলেন, ‘মঙ্গলবার ছোট আকারেও যদি পাওয়া যায়, সেজন্য আমরা চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত পাইনি।’

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। দিনটিতে সকাল ১০টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার কর্মসূচি নিয়েছিল তারা।

এদিকে একই কারণে বিএনপির সমাবেশও পিছিয়ে যাচ্ছে।

বুধবার (৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে আবেদন করলেও সিপিএ সম্মেলনের কারণে তা পিছিয়ে ১১ নভেম্বরের জন্য নতুন করে আবেদন করেছে দলটি।

Print Friendly, PDF & Email