April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাষ্ট্রপতির সঙ্গে শ্রীলংকার হ্ইাকমিশনারের সাক্ষাৎ

ডেস্ক  : বাংলাদেশে শ্রীলংকার বিদায়ী হ্ইাকমিশনার ইয়াসোজা গুনাসেকেরা সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে রাষ্ট্রপতি দক্ষিণ এশিয়ার দুটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শ্রীলংকার বিদায়ী হাইকমিশনারের ভূমিকার প্রশংসা করেন।’
তিনি বলেন, বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে আগামীতেও এই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে আবদুল হামিদ আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলংকা সংস্কৃতি ও মূল্যবোধের ক্ষেত্রে একই মনোভাব পোষণ করার পাশাপাশি বেশীর ভাগ সমসাময়িক, আঞ্চলিক ও বিশ্বায়ন ইস্যুতে একই ধরনের মনোভাব ব্যক্ত করে।
শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার ঢাকা সফরের কথা স্মরণ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, তার ওই সফর বন্ধুত্বপ্রতিম দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরো জোরদার করেছে।
শ্রীলংকার কূটনীতিক এখানে দায়িত্ব পালনে সহযোগিতা অব্যাহত রাখায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘আমার দেশ সর্বদা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাকে গুরুত্ব প্রদান করে।’
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email