May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সোমালিয়ায় মৃতের সংখ্যা বাড়ছেই

বিদেশ ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৃথক দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা নিহতের সংখ্যা বেড়েই চলছে। নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৫৮–তে পৌঁছেছে।

দুই হামলায় অন্তত ৩০০ মানুষ হতাহত হয়। এর পর দফায় দফায় হতাহতের সংখ্যা বাড়তে থাকে। শুরুতে ২০০ জনের মৃত্যুর খবর এলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২৩১ জনে। সর্বশেষ তা বেড়ে দাঁড়ায় ৩৫৮। খবর আলজাজিরা, রয়টার্স ও বিবিসির।

শনিবার শহরে কেন্দ্রস্থল কে-ফাইভ চৌরাস্তার পাশে অবস্থিত সাফারি হোটেলের সামনে একটি ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই হোটেলটির পাশে একই লাইনে বিভিন্ন সরকারি দপ্তর, রেস্তোরাঁ ও বহু দোকান রয়েছে। বিস্ফোরণে ওই ভবনগুলোর সামনের অংশ বিধ্বস্ত হয় এবং রাস্তায় থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়। এর দুই ঘন্টা পর শহরের মদিনা এলাকায় আরেকটি বোমার বিস্ফোরণ হয়।

পুলিশের ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন জানিয়েছেন, বিস্ফোরণের শিকার অনেক আহত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রেডক্রস জানিয়েছে, নিহতদের মধ্যে সোমালি রেডক্রসের চার স্বেচ্ছাসেবীও রয়েছে। এখনো বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email