April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

লোহাগাড়ায় প্রসুতির পেট থেকে বেরুলো কাঁচি ও স্যালাইন ব্যাগ

মোঃ মিজানুর রহমান মিজান, লোহাগাড়া থেকে : মৃতপ্রায় কিংবা মুমূর্ষু রোগীর শেষ আশ্রয়স্থল হিসেবে হাসপাতাল আর ডাক্তারের ভূমিকা কম কিসে? কিন্তু এ ডাক্তারের ভুল চিকিৎসাতেই রোগীকে প্রাণ দিতে হচ্ছে এমন ঘটনাও কম নেই। ভুল চিকিৎসায় রোগী মারা গেলে কিংবা রোগীর আত্মীয়স্বজন প্রতিবাদ বা বিক্ষোভ করতে গেলে শুরু হয় নতুন ধূম্রজাল। সেবার ব্রত নিয়ে যে ডাক্তাররা মুমূর্ষু রোগীর দিকে হাত বাড়ানোর কথা সেই হাত রোগীর রক্তে রঞ্জিত। এ মহান পেশাকে আজ প্রশ্নবিদ্ধ করেছেন তারা নিজেরাই। লোহাগাড়া জেনারেল বেসরকারী হাসপাতালে ডাঃ শিল্পী রানী দাশ-এর ভুল চিকিৎসায় এক প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত মহিলার নাম মনোয়ারা বেগম (৩৫)। সে সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গীয়া বদ সিকদার পাড়ার আওয়ামীলীগ নেতা মোরশেদুল আলমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন স্হানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সোনাকানিয়া এলাকার বাসিন্দা সাংসদ ড.নদভী এমপির একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী প্রথম কথাকে প্রতিবেদককে বলেছেন, মহিলাটি তার এলাকার। তার স্বামী সোনাকানিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি । তবে,হাসপাতালের ভুল চিকিৎসায় নবজাতক মহিলার মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছিনা। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। রোগীর স্বজনেরা জানান, ডেলিভারী রোগীর ভুল সিজারে অতিরিক্ত রক্তক্ষরণ হলে বাচানো যাবে না ভেবে ডাক্তার শিল্পী তরড়ঘড়ি করে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য রেফার করে। স্বজনরা রোগীকে নিয়ে কিছু দুর যাওয়ার পর রোগির মৃত্যু হয়। লাশ গোসল দেয়ার সময় দেখা গেল ডাক্তার সিজারের কিছু জিনিস মৃত মহিলার পেটে রেখে দিয়েছে। সেলাই খুলে পেট থেকে বের করা হল একটি সিজার (কাঁচি) বাহির ও মৃত্যু মহিলার প্রসাবের রাস্তায় একটি স্যালাইনের ব্যাগ আটকানো ছিল।

Print Friendly, PDF & Email