April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এমিরেটস ফ্লাইটে তল্লাশি চালিয়ে সাড়ে ৪ কেজি স্বর্ণ আটক

ডেস্ক: দুবাই থেকে আসা এমিরেটস ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৪ দশমিক ৬৬ কেজি স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক ৪০টি বার স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ৩৩ লক্ষ ২০ হাজার টাকা।গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রধান ড. মইনুল খান জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ফ্লাইট ইকে ৫৮৭ মঙ্গলবার রাত ১২টায় ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল পুরো বিমানটি তল্লাশি করে।তল্লাশির একপর্যায়ে বিমানের ইকোনমি ক্লাসের সিট নং-৩৭জে এবং ৩৭কে এর পেছনের দিকে অর্থাৎ ৩৮জে এবং ৩৮কে নং সিটের জন্য রক্ষিত ট্রে-টেবিবের সামনের সিট-কভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের প্রতিটি বারে ১০ তোলা করে মোট ৪ দশমিক ৬৬ কেজি স্বর্ণ পাওয়া গেছে। এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকালে ওই সিটে কোনো যাত্রী ছিল না।

Print Friendly, PDF & Email