April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ

ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি রোববার মধ্যরাতে নিম্নচাপে রূপ নিয়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ শুরু হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি বর্তমানে সামান্য উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি চট্টগ্রাম বন্দর থেকে ২শ’ ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২শ’ ৪০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ শ’ ৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১ শ’ ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার যা দমকা হাওয়ায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে রাখতে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email