April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কারাগার থেকে গাদ্দাফী পুত্রকে মুক্ত করেছে একটি সশস্ত্র গ্রুপ

ডেস্ক : লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় নগরী জিনতানে একটি সশস্ত্র গ্রুপ
দেশটির প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফীর ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফীকে মুক্ত করে নিয়ে গেছে।
লিবিয়ার পূর্বঞ্চলীয় কর্তৃপক্ষের অনুগত সশস্ত্র গোষ্ঠীটি শনিবার ঘোষণা দেয় যে শুক্রবার সাইফকে মুক্ত করা করা হয়। তিনি জিনতান ত্যাগ করেছেন। বর্তমানে তিনি কোথায় আছেন তা জানা যায়নি।
গাদ্দাফির মুক্তির ব্যাপারে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী সরকারগুলোর কেউই কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
একটি মিলিশিয়া গ্রুপ জিনতানে ২০১১ সাল থেকে সাইফকে আটকে রেখেছিল। শহরটি রাজধানী ত্রিপোলি থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থিত।
তার বিরুদ্ধে সহিংসতায় মদদ ও তার বাবাকে উৎখাতে আন্দোলনরত বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ রয়েছে।
ত্রিপোলির এক আদালত ২০১৫ সালে গাদ্দাফী সরকারের সাবেক কয়েকজন কর্মকর্তারা সঙ্গে সাইফকেও মৃত্যুদ- দেয়।
যদিও, পূর্বাঞ্চল ভিত্তিক পার্লামেন্ট এই রায়ের পরপরই সাইফকে মৃত্যুদ- থেকে অব্যাহতি দেয়।
সাইফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতেও অভিযোগ রয়েছে।(বাসস)

Print Friendly, PDF & Email