April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাংবাদিক মিঠুর ২টি কিডনিই অকেজো হয়ে গেছে

ডেস্ক: নোয়াখালীর চাটখিলের সন্তান সাংবাদিক ও অভিনেতা ফরহাদ হোসাইন মিঠুর দুইটি কিডনি অকেজো হয়ে গেছে। তার চিকিৎসায় প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। বর্তমানে তিনি ধানমন্ডি কিডনি জেনারেল হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. হাবিবুর রহমানের নিকট চিকিৎসাধীন।
গৌরব ৭১’র প্রচার প্রকাশনা সম্পাদক মিঠু ব্যক্তি জীবনে সংবাদ সময় ২৪.কমে বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক নাটক হেলে পড়া পেরেকসহ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন।
চিকিৎসক জানিয়েছেন, জরুরি ভিত্তিতে মিঠুর অন্তত একটি কিডনি পরিবর্তন করতে হবে। কিন্তু অর্থাভাবে কিডনি পরিবর্তন করতে পারছেন না এ সাংবাদিক ও অভিনেতা। সপ্তাহে দুইবার মিঠুকে ডায়ালাইসিস করতে হচ্ছে। এতে তার ১০ হাজার টাকা খরচ হয়।
পরিবারের তিন ভাই-বোনের মধ্যে ফরহাদ হোসাইন মিঠু একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বৃদ্ধ বাবা-মায়ের সংসারে রয়েছে স্ত্রী ও কন্যা সন্তান। এমতাবস্থায় চিকিৎসার ব্যয় নির্বাহ করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ছে।
শুভাকাক্ষী, সহযোদ্ধা ও সমাজের মহানুভব ব্যক্তিসহ দেশ-বিদেশের বিত্তশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন।
ফরহাদ হোসাইন মিঠুকে সাহায্য পাঠানোর ঠিকানা:
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।
ইসলামপুর শাখা।
সঞ্চয় হিসাব নং-১১৮.১০১.৫১৫১১।
যোগাযোগ ও বিকাশ-০১৭১৮-১৭৫৯৬৯।

Print Friendly, PDF & Email