May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাকা এখন ফাঁকা

নিজস্ব প্রতিবেদক : যানজটের নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। নগরীর কোথাও চিরচেনা যানজটের দৃশ্য চোখে পড়েনি।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার পূর্ব নির্ধারিত সরকারি ছুটি ছিলো। তাছাড়া আগামীকাল বৃহস্পতিবার পবিত্র লাইলাতুল বরাত। তার পরের দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এই ছুটিগুলোর মধ্যবর্তী একদিন অর্থাৎ বৃহস্পতিবার কর্মদিবস থাকলেও অনেক সরকারি-বেসরকারি কর্মকর্তাই বৃহস্পতিবার দিনটিতেও ছুটি নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকেই রাজধানী একদম ফাঁকা।
রাজধানীর পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল এলাকায় দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, অন্যান্য দিনের মতো ঢাকায় মানুষের ভিড় নেই। রাস্তাগুলো অনেকটাই ফাঁকা। গণপরিবহনও কম তাই কোনো ধরনের যানজটও নেই।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাহাবউদ্দিন বলেন, সকালে ছোট্ট একটা কাজে বাইরে বের হয়ে ছিলাম। দেখলাম রাস্তায় কোনো যানজট নেই। তাই এখন পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছি।
বেসরকারি ব্যাংক কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, প্রতিদিন সকালে অফিস যাওয়ার সময় মানুষের ভিড়ে বাসে ওঠাই যায় না। কিন্তু আজ রাস্তা-ঘাট অনেকটাই ফাঁকা, গণপরিবহনগুলোতেও তেমন একটা ভিড় নেই। বেশ ভালোই লাগছে। যদিও এ চিত্র সবসময় থাকবে না। তবুও সময়টা বেশ উপভোগ করছি।
সকাল থেকে বাসে যাত্রী পাচ্ছেন না পোস্তগোলা থেকে উত্তরাগামী রাইদা পরিবহনের বাসচালক আরমান মিয়া।
রাজধানীর যাত্রাবাড়ীতে কথা হলো রাইদা পরিবহনের বাসচালক আরমান মিয়ার সাথে। তিনি বলেন, সকাল থেইক্যাইতো যাত্রী নাই। ভাবছিলাম বেলা বাড়লে পাবলিক বাড়বো। কিন্তু দুপুর হইয়া গেলো রাস্তায়তো পাবলিকই নাই। যাত্রী পামু কইথেইক্যা। এখনতো দেহি ফাঁকা বাস নিয়ে ট্রিপ মারতে হইবো।

Print Friendly, PDF & Email