May 17, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা : করণীয় নিয়ে মার্কিন মিত্রদের আলোচনা

ডেস্ক : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রিরা গোয়েন্দা তথ্য বিনিময় জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ ব্যাপারে ডাকা এক সম্মেলনে যুক্তরাষ্ট্র তাদের এ দুই মিত্র দেশের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, আগামী মাসে অনুষ্ঠেয় যৌথ সামরিক মহড়ায় মার্কিন এফ-২২ স্টিলথ ফাইটার এবং পারমানবিক ক্ষমতাধর একটি ডুবো জাহাজ অংশ নেবে।
এদিকে জাতিসংঘ উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার যেকোন ধরনের পারমানবিক বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিষিদ্ধ করেছে। কিন্তু তারপরও তারা এ ধরণের পরীক্ষা অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়া প্রথমবার ২০০৬ সালে পারমানবিক পরীক্ষা চালায়। এরপর জাতিসংঘ দফায় দফায় দেশটির ওপর অবরোধ আরোপ করে।
পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জাতিসংঘের এমন নিষেধাজ্ঞার মধ্যেই গত রোববার উত্তর কোরিয়া আরেকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। (বাসস)

 

Print Friendly, PDF & Email