May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মেক্সিকো ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাত

ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন শীর্ষ কূটনীতিক রেক্স টিলারসন বুধবার মেক্সিকো ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে তিনি তাদের সঙ্গে সাক্ষাত করেন।
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র নাফটা মুক্ত বাণিজ্য ব্লকের সদস্য। ট্রাম্প ব্লকটিকে আমেরিকার কর্মসংস্থানের ক্ষেত্রে ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেন।
যুক্তরাষ্ট্রের নতুন এ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, অভিবাসন ঠেকাতে যে দেয়াল নির্মাণ করা হবে কোন না কোন ভাবে সেটির ব্যয় মেক্সিকোকে দিতে হবে।
দেয়াল নির্মাণের ব্যয় সংক্রান্ত আলোচনায় মেক্সিকো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেছে, এক্ষেত্রে অটোয়া কোন ধরনের শুল্কের পক্ষে না।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর বক্ত্যের প্রতিধ্বনি করে বলেন, মেক্সিকো কখনো দেয়াল নির্মাণের খরচ দেবে না এবং এ ব্যাপারে কোন আলোচনা নয়।

সূত্র: বাসস

Print Friendly, PDF & Email