April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গামলা হাতে বিক্ষোভ ‘ভাত দে, না হয় বসতে দে’

ডেস্ক:   ‘ভাত দে, না হয় বসতে দে’ এই স্লোগানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উচ্ছেদ হওয়া হকাররা। হকার্স ইউনিয়ন ও হকার্স সমন্বয় পরিষদের ব্যানারে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে পল্টন পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ কর্মসূচি পালনের সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশ হকার অংশ নেয়।

উচ্ছেদের শিকার হওয়া হকাররা প্লেট, গামলা হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এ সময় তারা সরকারের কাছে ‘ভাত দে, না হয় বসতে দে’ এই স্লোগান দেয়।

এ সময় হকারদের হাতে ‘কাজ নাই, খাবার নাই মেয়র সাহেব ভাত চাই’, ‘হকার কেনো বেকার?’, ‘পূনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না’ এ ধরনের স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন দেখা গেছে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি থেকে রাজধানীর মতিঝিল, গুলিস্তান, পল্টন ও দৈনিক বাংলার মোড় এলাকায় সাপ্তাহিক কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ৬টার আগে ফুটপাতে হকারদের বসতে দিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পুনর্বাসন ব্যতিত উচ্ছেদের বিরুদ্ধে হকাররা আন্দোলন করে আসছে।

 

Print Friendly, PDF & Email