May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শিশু সাবিনাকে নানা-নানীর জিম্মায় হস্তান্তর করা হবে

ডেস্ক : রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় গ্রেনেড বিস্ফেরণে আহত শিশু সাবিনাকে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেওয়া হয়েছে।
সোমবার (৩০শে ডিসেম্বর) বেলা দেড়টার সময় তাকে ছাড়পত্র দেওয়া হয়। দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসা শেষে বার্ণ ইউনিটের শিশু ওয়ার্ডে ভর্তি ছিল সাবিনা। সেখান তার শরীরে কয়েক দফা অস্ত্রাপচার করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুর রহমান শিশুটিকে ডিবি কর্যালয়ে নিয়ে যায়। শিশুটিকে তার নানা-নানীর জিম্মায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বছর ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনা হাজী ক্যাম্পের পাশেজঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। সেখানে এক নারী জঙ্গি (সাবিনা মা) আত্মঘাতী গ্রেনেড বিস্ফোরণ করে। এতে ওই নারী নিহত ও শিশু সাবিনা গুরুতর আহত হয়। পরে চিকিৎসার জন্য শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Print Friendly, PDF & Email