April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে শনিবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠক করছেন।
ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাবার আগে তুরস্কের সঙ্গে একটি নতুন বাণিজ্যিক সম্পর্ক স্থাপন ও দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষে এরদোগানের সঙ্গে এ বৈঠক করছেন তিনি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তুরস্ক যাচ্ছেন মে। তুরস্কের রাজধানীতে একদিনের এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক করবেন।
তুরস্ক ১৯৬০ এর দশক থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাইছে। এ ব্যাপারে ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ব্রিটেনকে দেশটির সবচেয়ে বড় সমর্থক হিসেবে ধরা হয়।

সূত্র: বাসস

Print Friendly, PDF & Email