May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মালিতে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ৬০

ডেস্ক :  উত্তর মালির একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতি হামলায় অন্তত ৬০ সেনা নিহত ও ১১৫ জন আহত হয়েছে। আল-কায়েদা এ হামলার দায় স্বীকার করেছে।

ভয়েস অব আমেরিকার এক খবরে জানানো হয়, মালির গাও সেনা ক্যাম্পের কাছে বিস্ফোরক ভর্তি একটি গাড়ী থেকে ওই হামলা ঘটে।

বিস্ফোরণের আগে সেনাঘাঁটির একটি অংশে হামলাকারীরা আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

মালির পররাষ্ট্রমন্ত্রী আব্দোলায়ে দিওপ ঐ হাইমলাকে কাপুরুষোচিত জঘন্য হামলা বলে মন্তব্য করেন। নিহতদের স্মরনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালে ইসলামী জঙ্গিগোষ্ঠী মালির উত্তরাঞ্চলের মরুভূমি এলাকা দখলে নেওয়ার পর থেকেই সেখানে সহিংসতা চলছে। এর পরের বছর, ফরাসি সেনারা ওই এলাকায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে। তবে ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই হামলা ও অপহরণের ঘটনা ঘটছে।

গত বছরের জুলাইয়ে মালির মধ্যাঞ্চলীয় শহর নাম্পালার একটি সামরিক ঘাঁটিতে হামলায় ১৭ সেনা নিহত ও ৩০ জন আহত হয়।

Print Friendly, PDF & Email