May 19, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সর্বোচ্চ গতির ইন্টারন্টে নিয়ে এলো র‌্যাংকসটেল

ডেস্ক : দেশের বাজারে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা নিয়ে নতুন রূপে ফিরে যাত্রা শুরু করেছে বেসরকারি পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) অপারেটর র‌্যাংকসটেল। দেশের ইতিহাসে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবার নিশ্চয়তা নিয়ে রবিবার যাত্রা শুরু করল তারা।

রাজধানীর হোটেল র‌্যাডিসনে র‌্যাংকসটেলের নতুন সেবা ও লোগো উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

ভয়েস কল, এসএমএসের পাশাপাশি এক হাজার এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) স্পিডের এই ইন্টারনেট সেবা দিতে র‌্যাংকসটেল সক্ষম বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ।

 

Print Friendly, PDF & Email