May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আশকোনায় জঙ্গি আস্তানা : প্রতিবেদন দাখিল ১৭ জানুয়ারি

আদালত প্রতিবেদক:  রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ দিন ধার্য করেন।

এ দিন একই আদালত আত্মসমর্পণকারী দুই নারী জেবুন্নাহার শীলা ও তৃষা মণির সাতদিনের রিমান্ড প্রদান করেন।

এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন-জেবুন্নাহাহার শিলা, তৃষা মনি, শাকিরা, সামিনা, আফিফা কাদেরী, মাঈনুল ইসলাম, রাশেদুর রহমান, সেলিম  ও ফিরোজ। মামলায় আরো অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামি করা হয়।

গত শনিবার ওই এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয়।

Print Friendly, PDF & Email