May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কীভাবে টেকসই হবে আপনার নেলপলিস

ডেস্ক : নেলপলিস  এক রাতের মধ্যেই ভ্যানিশ নেলপলিসের সুন্দর রঙ। তাই অনুষ্ঠানের একদিন আগে নেলপলিস লাগিয়ে পরের দিন কীভাবে সুন্দর থাকবে তা জেনে নিন।

নখ পরিষ্কার করে নিন

নখ পরিষ্কার করে, কেটে তবেই নেলপলিস লাগান। এমনকি আগে লাগানো নেলপলিস কোনোভাবেই যেন নখে লেগে না থাকে। তার সঙ্গে নিশ্চিত করুন তেল বা ময়লা যেন নখে না লেগে থাকে। অপ্রস্তুত নখে কখনওই টেকসই হবে না নেলপলিস।

শুকনো নখ

পানি হাতে নেলপলিস ব্যবহার করলে দ্রুত উঠে যাওয়ার প্রবণতা থাকে। তাই নেলপলিসের প্রথম প্রলেপ লাগানোর আগে নিশ্চিত করুন আপনার নখ শুকনো আছে কিনা।

সূক্ষ্ম প্রলেপ ব্যবহার

একবারেই নেলপলিস লাগান অনেকেই। কিন্তু নেলপলিস লাগানো উচিত এক একটি সূক্ষ্ম প্রলেপে। এর ফলে সুবিধা এই যে, নেলপলিস তাড়াতাড়ি শুকিয়ে যায়।

বেস কোট ব্যবহার

অনেকেই এই পদ্ধতিতে নেলপলিস ব্যবহার করেন না। তবে টেকসই করতে হলে বেস কোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেস কোট অনেকদিন নেলপলিস ধরে রাখতে সাহায্য করে।

শুকাতে দিন

ব্লো ড্রায়ারের মাধ্যমে নয়, এমনিই শুকাতে দিন। তবে নেলপলিসের মেয়াদ বাড়ে এবং চকচকে ভাবও অক্ষত থাকে।

Print Friendly, PDF & Email