May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ৬.৫ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ও ইন্দোনেশিয়ার কয়েকটি অঞ্চলে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৫। ডারউইনের বাসিন্দারা বিস্তীর্ণ এলাকাজুড়ে কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছে।
তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন আবহাওয়াবিদরা বলেছেন, ইন্দোনেশিয়ার উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
তবে এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পূর্ব তিমুর থেকে প্রায় ২৭৮ কিলোমিটার (১৭২মাইল) পূর্ব-উত্তরপূর্বে ও ১৫৮ কিলোমিটার গভীরে সমুদ্র তলদেশের এ ভূমিকম্পটি আঘাত হানে।
অস্ট্রেলিয়ার নর্থান টেরিটরি নিউজ জানায়, ডারউইন ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ভূমিকম্পটি জোরালোভাবে অনুভূত হয়।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে, মালাক্কা দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমের বাসিন্দারাও ভূমিকম্প অনুভূত। তবে এখানে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email