May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

স্টেফানি দেল নতুন বিশ্ব-সুন্দরী

ডেস্ক : পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভালির মাথায় এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সুন্দরী শ্রেষ্ঠার মুকুট উঠেছে।

রবিবার প্রতিযোগিতার ৬৬তম আসরের বিজয়ী হিসেবে স্টেফানির নাম ঘোষণা হয়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তার নামটি ঘোষণা করা হয়।

মুকুট বিজয়ী স্টেফানির ‍পরেই অবস্থান করছে ডমিনিকান রিপাবলিক ও ইন্দোনেশিয়ার দুই প্রতিযোগী। প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের ইয়ারিতজা মিগুয়েলিনা রেইজ রামিরেজ। তৃতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা।

এছাড়া শীর্ষ পাঁচের মধ্যে রয়েছেন ফিলিপিন্সের ক্যাটরিওনা এলিসা গ্রে এবং কেনিয়ার এভিলিন জাম্বি।

অক্সন হিলের এমজিএম ন্যাশনাল হারবারে গত বছরের বিশ্ব সুন্দরী স্পেনের মিরিয়া লালাগুনা এবারের শ্রেষ্ঠ সুন্দরীর মুকুট স্টেফানির মাথায় পরিয়ে দেন।

পুয়ের্তো রিকো থেকে দ্বিতীয় নারী হিসেবে স্টেফানি ‘বিশ্ব সুন্দরী’ হলেন। এর আগে ১৯৭৫ সালে রিকোর উইলনেলিয়া মার্সেড হয়েছিলেন।

ইংরেজি ছাড়াও স্প্যানিশ ও ফরাসি ভাষায় পারদর্শী ১৯ বছর বয়সী বাদামী চোখের স্টেফানি বিনোদন জগতে ক্যারিয়ার গড়তে আগ্রহী।

ক্যারিবীয় ভূমির প্রতিনিধি হয়ে সম্মানজনক এ মুকুটজয় ‘বিরাট দায়িত্ব এনে দিয়েছে’ বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান স্টেফানি।

সুন্দরী প্রতিযোগিতায় এবার বিশ্বের ১১৭টি দেশের প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

Print Friendly, PDF & Email