April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

তীব্র প্রতিবাদের মুখে শিশু ধর্ষককে ক্ষমার বিল প্রত্যাহার তুরস্কে

ডেস্ক:  দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে অবশেষে বিতর্কিত বিবাহ আইন প্রত্যাহার করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। এর আগে ওই আইনটি পাসের জন্য পার্লামেন্টের চূড়ান্ত ভোটাভুটির অপেক্ষায় ছিল। এর জেরে দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তুরস্ক সরকার। অপ্রাপ্তবয়স্ক ধর্ষিত তরুণীকে বিয়ে করলে ধর্ষকের সাজা মওকুফ হবে বলে ওই আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছিল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই আইনের সংশোধনী পার্লামেন্টের চূড়ান্ত ভোটে পাসের কয়েক ঘণ্টা আগে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

আইনের প্রস্তাবনা উঠার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচকরা বলেন, ধর্ষণকে বৈধতা দিতে ও বাল্যবিয়ে উৎসাহিত করতেই আইনের সংশোধনী আনা হচ্ছে।

জাতিসংঘের একটি সংস্থা ওই আইনের অনুমোদন না দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। সংস্থাটি বলেছিল, এই আইন পাস হলে দেশটিতে যৌন নির্যাতন ও বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াইয়ের সামর্থ্য ক্ষতিগ্রস্ত হবে। এদিকে দেশটির সরকার বলছে, পরিবারের সম্মতিতে নির্যাতিতা মেয়েকে বিয়ে করতে পুরুষকে বাধ্য করতেই ওই আইনের কথা ভাবা হচ্ছিল।

তুরস্কে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর নির্ধারিত হলেও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের ব্যাপক প্রচলন আছে।

Print Friendly, PDF & Email