May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দেশে দেশে আলোর উৎসবে…

বিশেষ প্রতিবেদন: আলোর উৎসবে আপনাকে স্বাগত জানাই৷ দীপাবলীতে মেতেছে দেশ৷ ধুসর অশুভ শক্তিকে দূরে ঠেলে আলোয় উদ্ভাসিত ভারত৷ আলোর বন্দনা শুধু বাংলায় নয় বিভিন্ন সময়ে বিশ্বের আরও কিছু দেশে আলোর উৎসব হয়ে থাকে৷ একঝলকে সেই মুহূর্তগুলি..

লাম ক্রিয়োংঘ: অদ্ভুত নাম৷ উৎসবটি হয় থাইল্যান্ডে৷ কলাপাতা থেকে তৈরি সুন্দর লন্ঠন ও ধূপ দিয়ে সেদেশে পালিত হয় আলোর উৎসব৷ পরে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় সেই লন্ঠন৷
thai-light

 

lester-city-lightলেস্টার সিটি লাইট ফেস্টিভ্যাল:  গ্রেট ব্রিটেনের লেস্টার সিটি৷ এখানেও নির্দিষ্ট সময়ে আলোয় সেজে ওঠে গোটা শহর৷ জঙ্গলে ঘেরা লেস্টারের আলোর মালা দেখতে দেশ বিদেশের পর্যটকরা ভিড় করেন৷ প্রতিটি ঘরে ঝুলিয়ে দেওয়া হয় আলোর মালা৷ ঝিকিমিক আলোয় ঝলমল করে লেস্টার সিটি৷

ওনিও ফায়ার: জাপানের ফুকুওকা দ্বীপে পালিত হয় ওনিও ফায়ার৷ এটি আদতে মশাল জ্বালানোর উৎসব৷ গোটা দেশেই পালিত হয় ওনিও ফায়ার৷ তবে ফুকুওকা দ্বীপের উৎসবটি সবথেকে নজরকাড়া৷ এটি জাপানের সবথেকে প্রাচীন উৎসব৷

onio-fest-japan
আপ হেলি: এটিও এক আলোর উৎসব৷ পালিত হয় স্কটল্যান্ডে৷ প্রতিবছর জানুয়ারি মাসের শেষ  মঙ্গলবার এই উৎসবে মেতে ওঠেন স্কটিশরা৷ প্রাচীন সামুদ্রিক যোদ্ধাদের পোশাকে মিছিলে অংশ নেন সবাই৷
up-helly
কানাডা লাইট ফেস্ট:  দেশ ছেড়ে ভিনদেশ যাওয়ার স্মৃতিতে পালিত হয় এই আলোর উৎসব৷ রকমারি আতশবাজি পুড়িয়ে উৎসব পালিত হয়৷ কানাডার প্রতিটি শহরকে আলোয় সাজিয়ে দেওয়া হয়৷
canada-fest
ব্রিটেন ফায়ার ফেস্টিভ্যাল:  ১৬০৫ সাল থেকে চলছে এই আলোর উৎসব৷ এটি ইংল্যান্ডের দীপাবলী বলেও চিহ্নিত৷ উৎসবের মূল কেন্দ্র সেন্ট মেরি শহর৷ আতসবাজি ফাটানো হয়৷ বিশেষ মশাল নিয়ে মিছিল করেন সবাই৷
bretain-light-fest

সোমহেন: ভুত তাড়াতে নয়৷ ভুতেদের সম্মানেই আলোর উৎসব হয়৷ চমকপ্রদ এই উৎসব হয় মার্কিন মুলুকের ফ্লোরিডায়৷  ভুতেদের ভালোর জন্য সবাই এখানে প্রার্থনা করেন৷
somhen-us

Print Friendly, PDF & Email