April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রিজভীর জামিন, মুক্তিতে বাধা নেই

আদালত প্রতিবেদক : রমনা থানায় পুলিশ হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৩  অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শহিদুল করিমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন সগীর হোসেন ও জহিরুল ইসলাম সুমন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম।

পরে আইনজীবী সগীর হোসেন লিওন জানান, রিজভী তার বিরুদ্ধে থাকা অন্য সব মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন। তাই এ মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

রিজভী গত ১৮ অগাস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে এসব মামলায় জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠায়। এরপর তিনি হাই কোর্টে যান। এর আগে রমনার মামলায় দণ্ডবিধি অংশসহ অপর পাঁচ মামলায় বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ গত ৭ সেপ্টেম্বর রিজভীকে জামিন দেয়। এসব মামলায় জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে গেলেও বিচারপতি তা স্থগিত করেননি।

Print Friendly, PDF & Email