April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সমাজ ও রাজনীতিকে জঙ্গির দূষণমুক্ত রাখতে হবে : তথ্যমন্ত্রী

ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সমাজ ও রাজনীতিকে জঙ্গির দূষণমুক্ত রাখতে হবে।’
তিনি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ‘হালদার হাসি’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘নদী ও পরিবেশকে বর্জ্যরে দূষণমুক্ত এবং সমাজ ও রাজনীতিতে জঙ্গির দূষণমুক্ত রাখতে হবে। বর্জ্য যেমন নদী ও পরিবেশকে দূষিত করে তেমনি জঙ্গিবাদ দূষিত করে রাজনীতি ও সমাজকে। সুস্থ, নিরাপদ ও আনন্দময় জীবনের জন্য এ দূষণমুক্তির বিকল্প নেই।’
চলচ্চিত্রটির প্রযোজক এইচ এম ইব্রাহিমের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এর পরপরই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মিলনায়তনে চলচ্চিত্রকার জাকির হোসেন রাজুর তত্ত্বাবধানে নির্মিতব্য ‘ভাল থেকো’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সাহসের সঙ্গে জীবন ও উন্নয়নের চাকাকে চলমান রেখে দেশের মানুষ জঙ্গিদের সমুচিত জবাব দেবে।’

সূত্র: বাসস

Print Friendly, PDF & Email