April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ট্যাম্পাকোয় অগ্নিকাণ্ড : দায়ীদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মালিকসহ দায়ী ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনসহ ৭টি সংগঠন। এ ঘটনায় শ্রম আইন নয়, আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও শোক র‌্যালি থেকে এ দাবি জানানো হয়।

এ সময় মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি জানান।

দাবিগুলো হলো- ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকাণ্ডে নিহত, আহত, নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহত শ্রমিকদের উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ ক্ষতিপূরণ প্রদান।

উল্লেখ্য, টঙ্গীর বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকাণ্ডে ৩৪ জন শ্রমিক নিহত হন, আহত হন শতাধিক শ্রমিক, নিখোঁজ রয়েছেন আরো ১১ জন।

শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি কামরুল আহসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন, এম দেলোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম বাবুল, শাফিয়া পারভীন।

Print Friendly, PDF & Email