May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অ্যালান ডোনাল্ড হচ্ছেন টাইগারদের বোলিং কোচ!

ক্রীড়া প্রতিবেদক : ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন জিম্বাবুয়ের সাবেক পেস তারকা হিথ স্ট্রিক। এরপর থেকেই নতুন বোলিং কোচের সন্ধানে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কয়েকবার নাম ঘোষণার সময় জানানোর পরও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে জানা যায়নি কে হতে যাচ্ছেন মাশরাফিদের পরবর্তী বোলিং কোচ।
বিসিবি সূত্রে জানা গেল, টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও বিষয়টি চূড়ান্ত করেনি। রোববার রাত ৯টায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই তার গুলশানের বাসায় পেস বোলিং কোচের বিষয়টি চূড়ান্ত করবেন।
উল্লেখ্য, অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্টে সংগ্রহ করেন ৩৩০ উইকেট। আর ১৬৪ ওয়ানডে ম্যাচে সংগ্রহ করেন ২৭২ উইকেট। ডোনাল্ড ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজের দেশের জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বোলারদের মেন্টরও ছিলেন এ ডান-হাতি বোলার। আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বোলিং কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।
ডোনাল্ডের সঙ্গে বিসিবির পছন্দের সংক্ষিপ্ত তালিকায় ছিল কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোশের নামও।

Print Friendly, PDF & Email